বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৯৯ জনের নামে মামলা হয়েছে। গতকাল রোববার শাওন ইসলাম নামের এক শিক্ষার্থী বাদী হয়ে মামলাটি করেন। ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলি করে তাঁকে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কলেজছাত্র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ৯৯ জনের নাম উল্লেখ করে সদর থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় বাদী শাওন ইসলাম বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীকোলা গ্রামের সুলতান মিঞার ছেলে। মামলার অন্য আসামিদের মধ্যে আছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য মজিবর রহমান, বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, এ কে এম আসাদুর রহমান ও সাগর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি টি জামান, সাংগঠনিক সম্পাদক শাহ...