ফিলিস্তিনের গাজায় অব্যাহত গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনিদের আবাসভূমি ফিলিস্তিনিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয় বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেসক্লাব, তোপখানা রোড, পল্টন, নূর হোসেন চত্বর, জিপিও, বায়তুল মোকাররম, বিজয়নগর ঘুরে সেগুনবাগিচায় বাসদের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
Comments
Post a Comment